Logo
Logo
×

খেলা

সাফ চ্যাম্পিয়ন সাগরিকাদের চোখ এএফসি টুর্নামেন্টে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:২২ এএম

সাফ চ্যাম্পিয়ন সাগরিকাদের চোখ এএফসি টুর্নামেন্টে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। ছবি: বাফুফে

আগেরদিন ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। সেই রেশ যেন কাটছেই না সাগরিকা, শান্তি মার্ডিদের।

মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে দেখা গেল তাদের হাসিমাখা মুখ। ফুরফুরে মেজাজে সবাই। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা জেতা শেষ। এখন সাগরিকাদের চোখ এএফসি অ-২০ টুর্নামেন্টের মূলপর্বে।

২ থেকে ১০ আগস্ট এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাই। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুরলেস্তে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ আগামী বছর এপ্রিলে মূলপর্বে খেলার সুযোগ পাবে।

গত মাসে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে। ঋতুপর্ণা-রুপনাদের অনুসরণ করতে চান অনুজরা।

জাতীয় দলের এই ফরোয়ার্ড নেইমারকে অনুসরণ করেন। আগের তুলনায় তার ড্রিবলিং ক্ষমতা আরও বেড়েছে বলে মনে করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম