Logo
Logo
×

খেলা

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ-দ. কোরিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৪:২৫ পিএম

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ-দ. কোরিয়া

ছবি: বাফুফে

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ শেষে কোরিয়ানদের বিপক্ষে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশের বাঘিনীরা।

ম্যাচের ১৫ মিনিটেই দারুণ এক প্রতি-আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন পূর্ব তিমুরের বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করা তৃষ্ণা।

তবে এই লিড ৫ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ১৯ মিনিটেই দক্ষিণ কোরিয়াকে ১-১ সমতায় ফেরান লি হাইউন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

আজকের ম্যাচে ড্র করতে পারলেই ৭ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সেটি হলে সরাসরি মহাদেশীয় টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নেবে আফঈদারা। কোরিয়ানদের পয়েন্ট তখন সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হবে তারা।

তবে ম্যাচ হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। তখন ৮ গ্রুপের সেরা তিন রানার্সআপের মধ্যে থাকতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম