ভারতকে হারিয়ে আক্ষেপ বাড়ালেন অর্পিতারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা আগেই নিশ্চিত হয়েছে ভারতের। নিশ্চিত ছিল বাংলাদেশের রানার্সআপ হওয়াও। রোববার বাংলাদেশ ও ভারতের শেষ ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। সেই ম্যাচ চরম নাটকীয়তাপূর্ণ ছিল। ইনজুরি সময়ের শেষ মিনিটের গোলে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে আক্ষেপই যেন বাড়াল।
ভারত প্রথম দেখায় বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল। এই জয়ে তার বদলা নিলেন অর্পিতারা। ভারত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। তারপরও শেষ বাঁশি বাজার পর ভারতীয় ফুটবলাররা কেঁদেছেন। আর বাংলাদেশ বিজয় উল্লাস করেছে। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে ছিল। ভারত ৮৯ মিনিটে সমতা আনে।
এরপর ইনজুরি সময়ের শেষ মিনিটে বাংলাদেশ গোল করলে ভারতকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়। নাটকীয় এই হার ভারতীয় ফুটবলাররা কোনোভাবেই যেন মানতে পারছিলেন না! বাংলাদেশের জয়সূচক গোলটিও বেশ নাটকীয়।
একেবারে শেষ মিনিটে সুরভী আকন্দ প্রীতির শট ভারতীয় গোলকিপারের গ্রিপ ফসকে সাইড পোস্টে লাগে। এরপর বল গড়িয়ে ভারতের জালে জড়ায়। এতে বাংলাদেশের ফুটবলাররা আনন্দে মেতে ওঠেন। কিক অফের পরপরই রেফারি শেষ বাঁশি বাজান।
প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। সুরভী আকন্দ ৪৭ মিনিটে লিড বাড়িয়ে ৩-১ করেন। অনেকে তখন ম্যাচের শেষ দেখলেও রোমাঞ্চ ছিল অনেক বাকি। ৬৫ মিনিটে বাংলাদেশি ডিফেন্ডারের ভুলে ভারত ব্যবধান কমায়। ৮৮ মিনিটে বাংলাদেশ আরেকটি দূরপাল্লার শটে গোল হজম করে।
এবারও বাংলাদেশের গোলরক্ষক মেঘলা পোস্ট থেকে সামনে ছিলেন। ভারতীয় ফুটবলার সেটা লক্ষ্য করেই গোল করেছেন। ৮৯ মিনিটে ৩-৩ সমতা এলেও ইনজুরি সময়ের নাটকীয় গোলে অর্পিতারা জয় নিয়েই মাঠ ছাড়েন। বাংলাদেশকে জয় এনে দেওয়া সুরভী ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।
