Logo
Logo
×

সরকার

মাঠ পর্যায়ের ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম

মাঠ পর্যায়ের ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশজুড়ে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সরকার। এর প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে অগ্নিদুর্ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ মাঠ পর্যায়ের উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।

এ ছাড়া এসব অফিসে আকস্মিক দুর্ঘটনা বা অন্য কোনো ক্ষয়ক্ষতি ও বিপর্যয় এড়াতে সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত ওই চিঠিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে বলা হয়, নিরাপত্তা জোরদারের পাশাপাশি সব রেকর্ডরুম ও অফিসে নিয়মিত নিরাপত্তা পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিশ্চিত করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম