Logo
Logo
×

সরকার

জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে যা বললেন উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম

জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে যা বললেন উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: যুগান্তর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতিসংঘ অফিস করতে চাচ্ছে মানে এই না যে, এখন আমাদের মানবাধিকারের অবস্থা খারাপ। এটা হলো- একটা অফিস থাকলে যেই ক্ষমতায় আসুক আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন, যেন আমরা সেটা রক্ষা করতে পারি। যেহেতু জাতিসংঘ এ ব্যাপারে সক্রিয়, তারা তাদের অফিস রেখে এটা করতে চাচ্ছে। আমরা সেটাতে সম্মতি জানিয়েছি।

রোববার (২৭ জুলাই) সকালে সাভারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানবাধিকার পরিস্থিতি বিগত সময়গুলোতে যেভাবে দেখেছি, যারা ক্ষমতাসীন তাদের পৃষ্ঠপোষকতায় মানবাধিকার লঙ্ঘন হয় এবং মানবাধিকারের অনেক বিষয় রয়েছে যেগুলো কাঠামোগত।

উপদেষ্টা বলেন, মানবাধিকার কমিশন অনেক প্রতিবেদন করায় ফ্যাসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়ে আছে।

মব সৃষ্টির বিষয়ে তিনি বলেন, আমরা সবসময় চাই শান্তিপূর্ণভাবে সবকিছু হ্যান্ডেল করতে। আমাদের সরকারের একটা আচরণ, সেটা হলো যে আমরা কাউকে অহেতুক ল্যাথাল ওয়েপন ইউজ করা বা কঠিনভাবে দমনে বিরত থাকা। সেটা করতে গিয়ে অনেক বেশি হয়ে যায় যেন আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়ে সহ্য করি।

উপদেষ্টা বলেন, আমরা মনে করি যে এটা সামাজিক ব্যাপার। মব সৃষ্টির ব্যাপারটাকে নিয়ে মিডিয়া সামাজিকভাবেই অনেক ভালো ভূমিকা রাখতে পারে। মব সৃষ্টির কারণগুলো আমাদের শনাক্ত করতে হবে।

এ সময় গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম