Logo
Logo
×

সরকার

আলুর ন্যূনতম দাম ২২ টাকা, সরকার কিনবে ৫০ হাজার মেট্রিক টন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:০৯ পিএম

আলুর ন্যূনতম দাম ২২ টাকা, সরকার কিনবে ৫০ হাজার মেট্রিক টন

আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ গেইটে কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারি উদ্যোগে ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করা হবে এবং আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারে বিক্রি করা হবে।

বুধবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য কম থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে কৃষি সচিবের নেতৃত্বে একটি চার সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করা হয়, যেখানে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবরা সদস্য হিসেবে ছিলেন।

কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার আলুর ন্যূনতম দাম নির্ধারণ ও বিপণন ব্যবস্থা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার কথাও জানানো হয়েছে। 

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ দ্রুত এ বিষয়ে কার্যক্রম শুরু করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম