Logo
Logo
×

লাইফ স্টাইল

শীতকালে কেন গ্লিসারিন ব্যবহার করবেন?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

শীতকালে কেন গ্লিসারিন ব্যবহার করবেন?

ফাইল ছবি

শুরু হয়েছে শীতকাল। শীতে গ্লিসারিন ব্যবহার না করলে শরীর হয় শুষ্ক ও খসখসে। শীতকালে আমাদের ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। আর শীতে শুষ্ক শরীর মসৃণ করতে চাই গ্লিসারিন। কারণ ঠান্ডা বাতাস ও শুষ্কতা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নেয়। গ্লিসারিন ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এ ছাড়া গ্লিসারিন মসৃণ ত্বকের জন্য উপকারী। এটা ত্বকের ভেতরে লুকানো ছোট ছোট ফাটা বা শুষ্ক অংশগুলোকে মেরামত করতে সাহায্য করে। তাই ত্বক একদম সজীব ও চকচকে দেখায়।

 ফলে ত্বক মসৃণ ও নরম রাখতে গ্লিসারিনের ব্যবহার অপরিহার্য। আর শীতে গ্লিসারিন ব্যবহার করলে শরীরের উপকারও অনেক বেশি। গ্লিসারিন মূলত একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা পানি শুষে নেওয়ার ক্ষমতা রাখে। গ্লিসারিন ত্বকের নিচে থাকা পানির সঙ্গে বাইরে থেকে আরও পানি শোষণ করে। ফলে ত্বক সজীব ও আর্দ্র থাকে। এ ছাড়া গ্লিসারিন ব্যবহারের ফলে ত্বকে কোনো ধরনের খসখসে বা ফাটা ভাব থাকে না। এটা শুষ্ক ত্বকে গভীরভাবে আর্দ্রতা প্রবাহিত করে এবং ত্বককে সুরক্ষা দেয়। 

যেভাবে ব্যবহার করবেন গ্লিসারিন 

ত্বকের শুষ্ক অংশে বেশি করে ব্যবহার করুন গ্লিসারিন। বিশেষ করে হাত, পা ও মুখের শুষ্ক জায়গাগুলোতে। মুখ বা শরীরে সরাসরি গ্লিসারিন লাগিয়ে দিন। এক টেবিল চামচ গ্লিসারিন নিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে ত্বকে লাগান। এ ছাড়া গ্লিসারিনের সঙ্গে কিছু পানিও মিশিয়ে নিতে পারেন। পানি মেশালে গ্লিসারিন কিছুটা হালকা হয়, ত্বকে ভারি লাগবে না এবং সহজেই মিশে যায়।

আর অতিরিক্ত গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে অস্বস্তি বা আঠালো অনুভূতি হতে পারে। সে ক্ষেত্রে পরিমাণ কমিয়ে ব্যবহার করা উচিত। এভাবে শীতে ত্বক রক্ষা করতে গ্লিসারিন একটি ভালো ও সহজ উপায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম