উত্তরায় বিমান বিধ্বস্ত
দগ্ধদের চিকিৎসায় আসা সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল বৈঠকে, আসছে ভারতীয় চিকিৎসক দলও
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:১৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা নিয়ে বৈঠক করছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ বৈঠক শুরু হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাকের নেতৃত্বে দলটি বৈঠকে অংশ নিচ্ছেন।
বিশেষজ্ঞ দলটি দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করছেন এবং প্রয়োজনে
বিশেষায়িত চিকিৎসা সেবার সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে আরও
একটি চিকিৎসক দল ঢাকায় পাঠানো হতে পারে বলে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা.
মো. নাসির উদ্দিন বলেন, ‘সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিং
চলছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।’
এদিকে ভারতীয় হাই কমিশন থেকে জানানো হয়েছে, দগ্ধদের চিকিৎসায় প্রয়োজনীয়
বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক
সার্জারি ইনস্টিটিউটে ৪৪ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে
(সিএমএইচ) ভর্তি আছেন আরও ২১ জন। সব মিলিয়ে রাজধানীর পাঁচটি হাসপাতালে ভর্তি রয়েছেন
বিমান দুর্ঘটনায় দগ্ধ ৬৮ জন।
