জাতীয় বার্ন ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (National Institute of Burn and Plastic Surgery) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বার্ন চিকিৎসা কেন্দ্র, যা ঢাকায় অবস্থিত। আধুনিক চিকিৎসা সুবিধা, প্রশিক্ষিত সার্জন, নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) এবং প্লাস্টিক সার্জারির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে যাওয়া রোগী ও জটিল প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে নির্ভরযোগ্য সেবা প্রদান করে থাকে।
দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, এসিডদগ্ধ ও জন্মগত ত্রুটি সংশোধনে এটি বাংলাদেশসহ এশিয়া অঞ্চলের অন্যতম রেফারেন্স সেন্টার। রোগীর মানসম্মত সেবা ও পুনর্বাসনে এই ইনস্টিটিউট বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে অগ্রণী ভূমিকা রাখছে।
