উত্তরায় বিমান দুর্ঘটনা
বার্ন ইনস্টিটিউটের সামনে মহিলা পরিষদের শোক মিছিল
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৪:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদ ও শোক মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২ টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য আহতদের প্রতি গভীর শোক ও সংহতি জানিয়ে এ শোক মিছিল হয়। এটির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর শাখা।
মিছিল শেষে বক্তারা বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। আমরা প্রত্যাশা করি, আহতদের চিকিৎসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন। প্রতিটি রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে, যেন তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
বক্তারা আরও বলেন, এই ঘটনা যেন ভবিষ্যতে আর কখনও না ঘটে, তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও দূরদর্শী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
শোক মিছিলে উপস্থিত ছিলেন—বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফোজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সম্পাদক সীমা মোসলেম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহানা ইউনুস। এতে সভাপতিত্ব করেন মহানগরের সহ-সভাপতি রচি হাবিব নিজেই। এছাড়া সংগঠনের অন্যান্য নেতারা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।
মিছিল শেষে তারা আহতদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্টদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
