Logo
Logo
×

সারাদেশ

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন, ১২ রোহিঙ্গা আটক

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন, ১২ রোহিঙ্গা আটক

ছবি: যুগান্তর

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল সীমান্তবর্তী এলাকা দিয়ে বৃহস্পতিবার রাতে ১২ রোহিঙ্গা নাগরিককে ভারত থেকে অবৈধভাবে পুশইন করেছে বিএসএফ। সীমান্তরেখার ৫০ গজ অভ্যন্তরের বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল বাহিনী তাদের উদ্ধার করেছে। 

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন ৩ পুরুষ, ৪ নারী ও ৫ জন শিশু। এরা সবাই বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তারা ভারতে প্রবেশ করে। সম্প্রতি সেখানে আটক হলে বৃহস্পতিবার রাতে বিএসএফ অবৈধভাবে তাদেরকে বাংলাদেশে পুশইন করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ভারত হতে ১২ জন রোহিঙ্গা নাগরিককে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুশইন করলে বিজিবির টহলদল তাদের উদ্ধার করেছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার ব্যক্তিদের বড়লেখা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম