সাবেক এমপি বাদল ও জাপা মহাসচিব মামুন গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের দুবারের সংসদ সদস্য (২০১৪ ও ২০২৪) ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এবং জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সাবেক এমপি বাদলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে মামুনের বাড়ি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন ডিএমপি ডিবিপ্রধান শফিকুল ইসলাম ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
জানা গেছে, গ্রেফতার হওয়া বাদলের বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি মামলা ও মামুনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।
ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে অভিযান চালিয়ে সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে জাপা নেতা মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।
সূত্র জানায়, এর আগে গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।
