ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা চাড়িপাড়া গ্রামে একটি বাল্যবিবাহ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমির হোসেনের মেয়ে, যে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়ন করছে। তার বয়স মাত্র ১৫ বছর। তার সঙ্গে একই গ্রামের উজ্জল মিয়ার ছেলে ফরহাদের (১৯) বিয়ে ঠিক করা হয়েছিল। ইতোমধ্যেই বিয়ের অতিথি আপ্যায়ন, রান্নাবান্না এবং গেট-প্যান্ডেলসহ সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল।
বিয়ের অনুষ্ঠানের দিন দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। সঙ্গে ছিলেন পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য। প্রশাসন অভিভাবকদের সঙ্গে আলোচনা করে নাবালিকা মেয়ের বিয়েটি বন্ধ করে দেয় এবং পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারকে মুচলেকা দিতে বলা হয়েছে, ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবে না। পাশাপাশি পরিবার জানিয়েছে, এখন থেকে মেয়েকে নিয়মিত স্কুলে পাঠাবে।

