আ.লীগ নেতা কামাল মেম্বার গ্রেফতার
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও ইউপি মেম্বার কামাল উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। কামাল মেম্বার ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে এবং অন্নদানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার।
বৃহস্পতিবার (২ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সরদার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ বলেন, কামাল মেম্বারের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। বুধবার গভীর রাতে বামন সরদার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।
