Logo
Logo
×

সারাদেশ

কালিয়াকৈরে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম

কালিয়াকৈরে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

প্রতীকী ছবি।

গাজীপুরের কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।  

নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইর পালপাড়া এলাকার তুরাগ নদ থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত শিশুটির নাম অঙ্কিতা (৩)। সে উপজেলার হিজলতলী এলাকার স্বপনের মেয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে যায়। এ সময় অঙ্কিতা ও একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭) নিখোঁজ হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফতেখার রায়হান বলেন, অঙ্কিতা নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ তন্ময়কে উদ্ধারে ডুবুরি দল এখনও কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম