Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল ২ যুবকের

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পিএম

গাজীপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল ২ যুবকের

প্রতীকী ছবি।

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০) এবং আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫) এবং তাদের চার বছরের ছেলে তামিম। তারা সফিপুর থেকে নরসিংদী যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নরসিংদীগামী সিএনজি অটোরিকশা দেওপাড়া এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার এসআই রাসেল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে, অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম