শাসন করায় দ্বিতীয় শ্রেণির ছাত্রের বিষপানে আত্মহত্যা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসায় যেতে শাসন করায় মায়ের ওপর অভিমান করে দ্বিতীয় শ্রেণির ছাত্র মোহন আলী (৯) কীটনাশক পানে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান এ তথ্য দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নশরতপুর লক্ষীপুর গ্রামে শিশু মোহন বিষপান করে। বিকালে নওগাঁ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ রাতে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও স্বজনরা জানান, শিশু মোহন আলী জেলার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মহসিন আলীর ছেলে। সে স্থানীয় নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির আবাসিক ছাত্র ছিল।
শিশু মোহন সম্প্রতি ছুটি পেয়ে বাড়িতে আসে। ছুটি শেষ হওয়ার পরও সে মাদ্রাসায় ফিরতে রাজি হচ্ছিল না। এতে বিরক্ত হয়ে মা সিদ্দিকা খাতুন তাকে জোর করে মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করেন। একপর্যায়ে মা তাকে বকাবকি করলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এ ঘটনায় শিশুটি মায়ের ওপর অভিমান করে বৃহস্পতিবার দুপুরে বাড়ির বাহিরে গিয়ে ধানখেতে রাখা তরল কীটনাশক পান করে। এরপর মৃত্যু যন্ত্রণায় ছটফট শুরু করলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বিকালে তাকে পাশের নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক শিশু মোহন আলীকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে শিশুর বিষপানে মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করেন। পরে পরিবারের আবেদন ও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

