Logo
Logo
×

সারাদেশ

বিয়ের ৩ মাসের মাথায় লাশ হলেন গৃহবধূ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম

বিয়ের ৩ মাসের মাথায় লাশ হলেন গৃহবধূ

ছবি: সংগৃহীত

বরিশালে বিয়ের ৩ মাসের মাথায় লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। হত্যার পর থেকেই পলাতক রয়েছেন শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর ৬নং ওয়ার্ডের উত্তর আমানতগঞ্জের বেলতলা বাজার এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাদশার মায়ের গলির বাসিন্দা স্বর্ণের কারিগর বেলায়েত খানের মেয়ে বর্ষা ও বেলতলা বাজার এলাকার বাসিন্দা শাহীনের ছেলে সিয়াম ভালোবেসে ৩ মাস আগে বিয়ে করেন। বিয়ের পর প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকত।

নিহত গৃহবধূর বাবা বেলায়েত খান জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার রাতে মেয়ের অসুস্থতার খবর শুনে তিনি এসে দেখেন সে মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছে।

কোতোয়ালি মডেল থানাধীন আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস হোসেন বলেন, লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম