Logo
Logo
×

সারাদেশ

সলঙ্গায় নারী গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম

সলঙ্গায় নারী গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় থেকে এক নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।

নিহত আন্না রানী (৩৮) রায়গঞ্জের সীমান্তবর্তী উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ সদস্য।

শনিবার (১১ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। 

আন্না রানী সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাড়া (নিশিপাড়া) গ্রামের বিজেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে মহিলা গ্রাম পুলিশের চাকরি করতেন।

সলঙ্গা থানার এসআই ব্রজেশ্বর আমিন জানান, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুরপাড়ে আন্না রানীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তার গলায় জখমের দাগ রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম