ইলিশ কিনে ফেরার পথে পুলিশ দেখে নদীতে ঝাঁপ, লাশ উদ্ধার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ কিনে ফেরার পথে নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া রাসেল খান (৩৩) নামের এক যুবকের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বাতির খাল এলাকা থেকে স্থানীয়দের খবর পেয়ে বাউফল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
রাসেল খান উপজেলার নাজিরপুর–তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে রাসেল খানসহ চারজন একটি নৌকায় ইলিশ মাছ কিনে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া খালে প্রবেশের সময় নৌ–পুলিশের টহল দেখে আতঙ্কে নদীতে ঝাঁপ দেন রাসেল। এ সময় নৌকার অন্যরা পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান।
ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েও রাসেলের সন্ধান পায়নি। অবশেষে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে দূরে বাতির খাল এলাকায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালাইয়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

-68ede82ba34af.jpg)