রায়পুরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের শিশু ও নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের ভেতর আসবাবপত্র ভাঙচুর এবং নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ তিন লাখ টাকার মালামাল লুট করা হয়। ফের প্রতিপক্ষের হামলার ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছে দিনমজুর শাহজাহান রাড়ীর পরিবার।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মদিনা বাজার গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের এ হামলার ঘটনায় আহতরা হলেন- দিনমজুর শাহজাহান রাড়ী, আবদুর রহিম, রহিমা বেগম, লাকি বেগম ও সাথি আক্তার। তাদের মধ্যে শাহজাহান রাড়ীকে (৩৬) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার ভুক্তভোগীর পরিবার জানান, দীর্ঘদিন ধরে মদিনা বাজার এলাকায় মাঝি বাড়ির ফারুক মাঝির পরিবারের সঙ্গে প্রতিবেশী দিনমজুর শাহজাহান রাড়ীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশি বৈঠকও বসে। কিন্তু ফারুখ মাঝির কারণে কোনো সমাধান হয়নি। ঘটনার দিন বিরোধকৃত ওই জমি থেকে ফারুখ মাঝি তার লোকজন নিয়ে সুপারি পাড়েন। এ সময় বাধা দিলে নিরীহ শাহজাহান রাড়ী ও তার পরিবারের ওপর হামলা চালান ফারুখসহ তার লোকজন। কুপিয়ে জখম করা হয় একই পরিবারের শিশু ও নারীসহ পাঁচজনকে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলে শাহজাহান রাড়ীকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এ ঘটনায় শাহজাহান রাড়ী বাদি হয়ে ফারুখ মাঝিসহ ৮ জনকে আসামি করে মামলা করেন।
এ বিষয়ে অভিযুক্ত ফারুক মাঝি (৩৫) বলেন, প্রায় ৩০ বছর আগে ১৯ শতাংশ জমি আবদুল আজিজ রাড়ীর কাছ থেকে কেনেন আবদুল গফুর মাঝি। এই জমির বিরোধ নিয়ে স্থানীয়ভাবে আটবার সালিশ হয়। ১৬ শতাংশ জমি বুঝে পেলেও তিন শতাংশ বুঝে পাইনি আমরা। ঘটনার দিন ওই জমি থেকে সুপারি পাড়তে গেলে শাহজাহান রাড়ী বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৭-৮ জন আহত হন। রায়পুর থানার পুলিশ পরিদর্শক আবদুল মান্নান বলেন, জখম শিশু ও নারীসহ শাহজাহান রাড়ী আমাদের কাছে আসলে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়। অভিযুক্তদের আইনের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

