অপহরণের ১৬ ঘণ্টা পর শিশু উদ্ধার, নারীর মুখে চাঞ্চল্যকর তথ্য
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের বাঁশখালীতে অপহরণের ১৬ ঘণ্টার পর পাঁচ মাস বয়সি শিশু আদিয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম রোবাইদা সুলতানা তানজু (২৮)। তিনি চন্দনাইশ উপজেলার মুরাদবাদ এলাকার বাসিন্দা নাজিম উদ্দীনের স্ত্রী।
পুলিশ জানায়, ১৩ অক্টোবর (সোমবার) দুপুরে বাঁশখালীর ছনুয়া এলাকায় প্রতিবেশী রিদুয়ান কৌশলে মনজুর আলমের পাঁচ মাস বয়সি ছেলে আদিয়াতকে অপহরণ করে। শিশুটির বাবা খোঁজাখুঁজির পর না পেয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ এলাকা থেকে চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় রোবাইদা সুলতানা তানজু নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিয়ে সন্ধ্যায় বাঁশখালী থানায় সাংবাদিকদের ব্রিফিং করেন
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ। ওসি সাইফুল ইসলামের জিজ্ঞাসাবাদে রোবাইদা সুলতানা তানজু পুলিশকে জানান, তিনি রিদুয়ান ও আলমগীরের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় শিশুটিকে ক্রয় করেছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও টিমওয়ার্কের মাধ্যমে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত রিদুয়ানসহ অন্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

