Logo
Logo
×

সারাদেশ

হরিরামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা আহত

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পিএম

হরিরামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা আহত

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুই অঙ্গ-সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিয়েছে। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বহলাতলী বাজারে এ হামলার ঘটনা ঘটে। 

হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য বাকেরুল ইসলাম বাকেরের নেতৃত্বে একদল কর্মী মাসুম শিকদারের ওপর হামলা চালায় বলে অভিযোগে জানা গেছে।

আহত মাসুম শিকদার বলেন, বহলাতলী বাজারে গেলে দলীয় নেতা শাহিন মৃধার অনুসারীরা আমার ওপর অতর্কিতে হামলা চালায়। বাকের, আলভীসহ ১০-১৫ জন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে। তারা এ সময় চাপাতিও ব্যবহার করেছে। 


তিনি অভিযোগ করেন, এ হামলার পেছনে রয়েছে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধার নেতৃত্বাধীন একটি প্রভাবশালী গ্রুপ।

এ বিষয়ে জানতে চাইলে শাহিন মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, মাসুম শিকদার নিজেই জেলা বিএনপির সাবেক নেতার অনুসারীদের নিয়ে বাজারে আসেন। তারা মোটরসাইকেলের বহর নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর হামলা চালায়। আমরা আত্মরক্ষামূলক ভূমিকা পালন করেছি। তিনি উলটো অভিযোগ করেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা বলেন, বাজার এলাকায় মারামারির একটি ঘটনা ঘটেছে শুনেছি। তবে কারা কারা জড়িত, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পলাশ চন্দ্র সূত্রধর জানান, আহত মাসুম শিকদারের পিঠ ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে, মুখ ফুলে গেছে।

হরিরামপুর থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম