ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
পিরোজপুর ও কাউখালী প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত আলী (৩০) নামের এক যুবক মারা গেছেন। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শিয়ালকাঠী বান্দাঘাটা গ্রামে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ডাক-চিৎকার দিলে আলীকে ডাকাত সন্দেহে আটক করে বেধড়ক মারধর করেন। পরে আরও অনেকে এসে তাকে গণপিটুনি দেয়। এতে আলী গুরুতর আহত হন। পরে তার হাত-পা বেঁধে ফেলে রেখে যায়।
খবর পেয়ে স্থানীয়রা আলীকে উদ্ধার করে রাত ৯টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের দাবি, আলীকে ডাকাত সন্দেহে নয়, পরিকল্পিতভাবে ডেকে এনে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার ওসি সোলায়মান হক জানান, নিহত আলীর স্ত্রী সোনিয়া বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

-68f5f3fab2e2f.jpg)