Logo
Logo
×

সারাদেশ

মুজিবনগর সীমান্তে ২৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:২৬ এএম

মুজিবনগর সীমান্তে ২৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়। বৈঠকে ৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, হস্তান্তরিতদের মধ্যে ১১ জন পুরুষ, ১৭ জন নারী এবং এক শিশু রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিএসএফ তাদের আটক করে। 

পরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমঝোতার ভিত্তিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, বিএসএফ এর থেকে বিজিবির কাছে হস্তান্তর করা ২৯ বাংলাদেশিকে থানায় সোপর্দ করা হয়েছে। পরিচয় যাচাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম