Logo
Logo
×

সারাদেশ

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুজনের

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুজনের

মৃতদের বাড়িতে স্থানীয় লোকজন ও পুলিশ। ছবি: যুগান্তর

শরীয়তপুর গোসাইরহাটে পুকুরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন। 

মৃতরা হলেন- উপজেলার কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া গ্রামের খোরশেদ দপ্তরীর ছেলে আলমগীর দপ্তরী (৫২) এবং একই এলাকার হানিফা মোল্লার ছেলে নুরে আলম মোল্লা (৪০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে পাশের বিলের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচেন তারা। এ সময় অসাবধানতাবশত নুরে আলম ও আলমগীর বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে সহপাঠী ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নুরে আলমের ছেলে নিরব বলেন, সোমবার রাতে আমার বাবা আলমগীর কাকার সঙ্গে পাশের বকাউলপাড়ার বিলে একটি পুকুরে মাছ ধরতে যান। বাসায় না ফেরায় রাত ১০টার দিকে ফোন দেন মা। তাকে বাবা ফিরতে দেরি হবে বলে জানান। আমি ফজরের নামাজ পড়ে বিলে গিয়ে দেখি বাবা ও আলমগীর কাকা কারেন্টের আর্থিংয়ের রড ধরা অবস্থায় মাটিতে পড়ে আছেন। আমি দৌড়ে কারেন্টের মেইন সুইচ বন্ধ করে লোকজন ডাক দিলে তারা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন বলেন, বিদ্যুৎস্পর্শ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের কোনো অভিযোগ নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম