Logo
Logo
×

সারাদেশ

অগ্নিকাণ্ডে পুড়লো ১৫ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

অগ্নিকাণ্ডে পুড়লো ১৫ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রামগতির আলেকজান্ডার বাজারে আগুনে পুড়ছে ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠান। ছবি: যুগান্তর

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে আগুনে ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫টি দোকান। শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থ,মালামাল ও দোকানঘরসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে মুদি, গার্মেন্টস, মোবাইল, ক্রোকারিজ ও কসমেটিকস দোকানসহ অন্তত ১৫ টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে বাজারের ব্যবসায়ী রাসেলের বিসমিল্লাহ স্টোর নামক মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) খোকন মজুমদার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতির নিরুপণের কাজ চলছে।

এদিকে রামগতি উপজেলা নির্বাহী অফিসার মো. সৈয়দ আমজাদ হোসেন বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। এরপর পুর্নবাসনের ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম