Logo
Logo
×

সারাদেশ

চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় মো. আকবর (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন। ফাইল ছবি

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় মো. আকবর (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আকবর মাইজপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান আছে। তিনি স্ক্র্যাপের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।

নিহতের বড় বোন জোসনা বেগম বলেন, আমার ভাই স্ক্র্যাপের দোকানে চাকরির পাশাপাশি এলাকায় একটি ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালনা করতেন। সেখানে এলাকার লোকজন টাকা জমা রাখতেন, আবার ক্ষুদ্রঋণও দেওয়া হতো। 

তিনি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে সোহেল নামে একটি ছেলে আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে তারা তর্কাতর্কিতে জড়ায়। তাদের বাকবিতন্ডা শুনে আমি ঘর থেকে বের হয়ে তাদেরকে থামানোর চেষ্টা করি। এরইমধ্যে সোহেল মোবাইল ফোনে কল করে তার চাচাকে খবর দেয়। খবর পেয়েই মোটরসাইকেলে করে মীর কাশেম ও সালমানসহ বেশ কয়েকজন এসে আমার ভাইয়ের ওপর হামলা করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আমার ভাই ছটফট করে শেষ হয়ে যায়। 

জানা গেছে, মীর কাশেম চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য। এছাড়া সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

হালিশহর থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, আকবরের লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা আসামী শনাক্ত করেছি। গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম