আতিয়ার হত্যা মামলায় বিএনপি নেতা রাকিবসহ সব আসামি খালাস
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ে আতিয়ার রহমান খান হত্যা মামলায় উপজেলা বিএনপি নেতাসহ ৭১ জনকে খালাস প্রদান করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন জেলা যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান।
রায়ের সময় বেশিরভাগ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলার বাদী ছিলেন নিহতের ভাই শাহাদত হোসেন খান।
বিষয়টি নিশ্চিত করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ এপ্রিল রাতে বাগাট বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাইয়ের নির্বাচনি প্রচার ক্যাম্পে অবস্থান করছিলেন আতিয়ার রহমান খান। এ সময় তার ওপর হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। আহতাবস্থায় তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শাহাদত হোসেন ঘটনার পরদিন মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত সব আসামিকে খালাস প্রদান করেন।
মামলায় আসামি করা হয়েছিল মধুখালী উপজেলার সাবেক বিএনপির সভাপতি রাকিব হোসেন ইরান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সহ সভাপতি আ. রহিম ফকিরসহ ১১৩ জনকে। যাচাই বাছাই করে সর্বশেষ ৭২ জনের নামে আদালতে চার্জশিট প্রদান করে পুলিশ।
পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ নান্নু বলেন, ২০১৬ সালের ঘটনায় দীর্ঘ শুনানি শেষে আদালত রায় প্রদান করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের দোষ প্রমাণিত না হওয়ায় তাদের সবাইকে খালাস প্রদান করা হয়।
