কুমিল্লায় যুবলীগের ২ নেতা গ্রেফতার
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী বিল্লাল হোসেন ও ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের সভাপতি উজ্জ্বল রায়। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী বিল্লাল হোসেন ও ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের সভাপতি উজ্জ্বল রায়কে সোমবার (১০ নভেম্বর) রাতে বুড়িচং উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লা জেলা ডিবির ওসি আব্দুল্লাহ গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তাদেরকে বুড়িচং উপজেলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আব্দুল্লাহ যুগান্তরকে বলেছেন, গত বছরের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আজ তাদেরকে আদালতে নেওয়া হবে এবং রিমান্ড চাওয়া হবে।

