বিকাশ প্রতারণার চেষ্টা, জালনোট হাতে ধরা পড়লেন মোতালেব
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গোচরা বাজারে বিকাশ প্রতারণার চেষ্টা করতে গিয়ে মো. আবদুল মোতালেব (৩৮) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা হাতেনাতে ধরলেন। উদ্ধার হয়েছে ৩২ হাজার টাকার জালনোট। ঘটনার সময় তার পালানোর চেষ্টা ব্যর্থ হয় এবং প্রতারণায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পোমরা ইউনিয়নের গোচরা বাজারের তেলের দোকানের পাশে বিকাশ ব্যবসা করা সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মোতালেব তার দোকানে ২০ হাজার টাকা বিকাশ করতে আসেন; কিন্তু টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সে জালনোট ধরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। আমি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলি। পরে তার পায়ের মোজার ভেতর আরও নোট পাওয়া যায়।
মোতালেবের বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় হলেও তার মূল বাড়ি কুমিল্লায়। তার বাবা বনবিভাগের অবসরপ্রাপ্ত স্টোরকিপার ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মো. মিজান তাকে আটক করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয়দের সহায়তায় প্রতারণার চেষ্টা ব্যর্থ হয়েছে।
