Logo
Logo
×

সারাদেশ

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: যুগান্তর

সাতক্ষীরার পৌর সদরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে কিছু তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে।

তবে সাতক্ষীরা সদর থানা পুলিশ বলছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, স্তম্ভের চারপাশে পুড়ে যাওয়ার চিহ্ন ও পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে স্মৃতিস্তম্ভটি অক্ষত রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা উচিত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সহজেই ওই যুবককে শনাক্ত করা সম্ভব।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন লাগার যে খবরটি ছড়িয়েছে, তা সঠিক নয়। এ ধরনের কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি।আমরা স্থাপনাচত্বরে নিরাপত্তার ব্যবস্থা করেছি থানা প্রশাসনের পক্ষ থেকে। ছাত্রদের অভিযোগগুলো প্রশাসন থেকে খতিয়ে দেখা হচ্ছে গুরুত্বের সঙ্গে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম