নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতারকৃত আ.লীগের ৫ নেতাকর্মী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈলে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হরিপুর এবং রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।
১৩ নভেম্বর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃরা হলেন- হরিপুর উপজেলার বেলুয়া গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে ও আমগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান (৫০), বেলুয়া গ্রামের আবু তাহের ও ভাতুড়িয়া গ্রামের নজরুল ইসলাম মন্ডল,রাণীশংকল উপজেলার খলিলুর রহমান ও জে নারুল ইসলাম।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মণ্ডল জানান, গ্রেফতারকৃতরা ১৩ নভেম্বর এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। সুনির্দিষ্ট এই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়।

