আগুনে পুড়ল অফিস-দোকান-গুদামঘর ও তিন বসতঘর
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অফিস-দোকান-গুদামঘর ও তিন বসতঘর আগুনে পুড়ে গেছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঘাটচেক রাস্তার মাথায় বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগে তিনটি বসতঘর, একটি ফার্নিচারের দোকান, একটি অফিস ও গুদামঘর পুড়ে গেছে। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, মো. ইউসুফ মিয়ার তিনটি কাঁচা বসতঘর, একটি ফার্নিচার দোকান, একটি অফিস ও গুদামঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিনির্বাপণ কাজে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন।

