Logo
Logo
×

সারাদেশ

আগুনে পুড়ল অফিস-দোকান-গুদামঘর ও তিন বসতঘর

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

আগুনে পুড়ল অফিস-দোকান-গুদামঘর ও তিন বসতঘর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অফিস-দোকান-গুদামঘর ও তিন বসতঘর আগুনে পুড়ে গেছে। ছবি: যুগান্তর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঘাটচেক রাস্তার মাথায় বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগে তিনটি বসতঘর, একটি ফার্নিচারের দোকান, একটি অফিস ও গুদামঘর পুড়ে গেছে। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, মো. ইউসুফ মিয়ার তিনটি কাঁচা বসতঘর, একটি ফার্নিচার দোকান, একটি অফিস ও গুদামঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিনির্বাপণ কাজে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম