পরিত্যক্ত পুকুরে মিলল যুবকের লাশ
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
পরিত্যক্ত একটি পুকুর থেকে সাইফুল ইসলাম মুন্সি (২৪) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের কালকিনিতে পরিত্যক্ত একটি পুকুর থেকে সাইফুল ইসলাম মুন্সি (২৪) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে (১৪ নভেম্বর) উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সূর্যমনি পুর্বকান্দী এলাকার কাজীবাড়ির পেছনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম মুন্সী ওই এলাকার শামচুল হক মুন্সির ছেলে। খবর পেয়ে ওই লাশ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে পুকুরে সাইফুল ইসলাম মুন্সীর ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করেন।
উপজেলার লক্ষিপুর ইউপির সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কেন্দু কাজী জানান, সকালে ঘুম ভেঙে জানতে পেরেছি পুকুরের মধ্যে সাইফুল ইসলাম মুন্সীর লাশ ভাসছে। কীভাবে কি ঘটলো বিষয়টি আপাতত বলতে পারবো না।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, আমরা খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।

