পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম
পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ( ১) ও জোসনা বেগম(৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বড় মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ কক্সবাজার পৌরসভার চরাপাড়া এলাকার মো. ইলিয়াছের ছেলে ও জোসনা বেগম রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমেদের মেয়ে। নিহত আবদুল্লাহ এবং জোসনা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল আবদুল্লাহ এবং জোসনা বেগম। খেলার ফাঁকে বাড়ির লোকজনের অগোচরে তারা দুইজনই পুকুরে পানিতে পড়ে যান। কিছুক্ষণ পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তাদের পুকুরে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে তারা একজন অন্য জনকে বাঁচানোর চেষ্টা করে পুকুরের পানিতে ডুবে গেছে। এ কারণে দুজনের মৃত্যু হয়েছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসেন বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে আইনগত সহায়তা দেওয়া হবে।

