চুয়াডাঙ্গায় বাসচাপায় এক নারীযাত্রী নিহত হয়েছেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গায় বাসচাপায় পাখিভ্যানের এক নারীযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও তিনজন। রোববার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলুকদিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভীনা খাতুন ছিলেন পার্শ্ববর্তী মনিরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের স্ত্রী এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
আহতরা হলেন- নিহত পারভীনা খাতুনের পুত্রবধূ আনিকা খাতুন, একই এলাকার আবদুর রহমানের ছেলে ভ্যানচালক রমজান ও নিকটবর্তী রাজাপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে ইসরাত জাহান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা থেকে একটি পাখিভ্যান তিনজন যাত্রী নিয়ে আলুকদিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আলুকদিয়া বাজারের অদূরে পৌঁছলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস পাখিভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী পারভীনা খাতুন মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

