Logo
Logo
×

সারাদেশ

গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

পুলিশ নিহত গৃহবধূর স্বামী আদিলকে (২৮) গ্রেফতার করেছে। ছবি: যুগান্তর

নারায়ণগঞ্জে রিয়া মনি (২২) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকার র‌্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত গৃহবধূর স্বামী আদিলকে (২৮) গ্রেফতার করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় অবস্থিত  র‌্যাংগস কোম্পানিতে আদিল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে স্টাফদের রান্নাবান্নার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ৯ মাস পূর্বে তিনি জামালপুর জেলার চুনটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে রিয়া মনিকে বিয়ে করেন। বিয়ের পর থেকে আদিল তার স্ত্রী রিয়া মনিকে নিয়ে সোনারগাঁয়ে  র‌্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারে বসবাস শুরু করেন।  

বুধবার সকালে ওই স্টাফ কোয়ার্টারে রিয়া মনির রক্তাক্ত লাশ দেখতে পেয়ে নিরাপত্তারক্ষীরা ৯৯৯-এ ফোন করেন ও পুলিশকে বিষয়টি অবহিত করেন। 

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত রিয়া মনির লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) ইমরান আহাম্মেদ জানান, প্রাথমিক তদন্তে গৃহবধূকে কুপিয়ে হত্যার প্রমাণ মিলেছে। ঘর থেকে রক্তমাখা বঁটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিলকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম