কুশিয়ারায় বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড
জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া করা হয়েছে। এ সময় বালুভর্তি ইঞ্জিনসহ ৩টি নৌযান জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচিবাজার এলাকায় কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেন (৩২), একই উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামের জুলহাজ মিয়ারে ছেলে মনির হোসেন (২৭), শান্তিপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে দিদার মিয়া (২৮), জামালগঞ্জ উপজেলার ঝনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩০) ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের সেরালি মিয়ার ছেলে নজরুল (২৫)।
এরমধ্যে নবী হোসেন ও আলাল উদ্দিনকে ৬ মাস করে এবং বাকীদের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনকারীদের মধ্যে যাদের পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

