দাঁড়িয়ে থাকা বাসে আগুন দুর্বৃত্তদের
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম
ধামরাইয়ে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক শুক্রবার সকালে বলেন, গত রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে একটি বাস পার্কিং করে চালক চলে যান। পরে হঠাৎ ওই বাসে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। এরপরে বাসের চালক ও স্থানীয়রা পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু ততক্ষণে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
চালকের দাবি, দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রাথমিভাবে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে বাসের মালিক পক্ষ জানায়।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

-69294c918afa3.jpg)