Logo
Logo
×

সারাদেশ

স্মৃতিসৌধে ফুল দিতে এসে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

স্মৃতিসৌধে ফুল দিতে এসে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মী শেখ শিমন। ছবি: যুগান্তর

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে শেখ শিমন (২১) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী গ্রেফতার হয়েছেন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। 

বুধবারে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান।  

তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হলেও তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, তা পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। আজ মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে। 

গ্রেফতারকৃত শেখ শিমন সাভারের আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আশুলিয়া কমিটির সাবেক সদস্য বলে জানা গেছে। 

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, তাকে মঙ্গলবার বিকালে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে গ্রেফতার করা হয়। পরে জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সদস্য। বেদীতে ফুল দেয়ার জন্য এসেছিল। 

তার সঙ্গে আরও কয়েকজন সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেছে বলে পুলিশ জানায়। তাদের মধ্য থেকে শিমন গ্রেফতার হলেও বাকিদের সন্ধানে পুলিশ কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম