চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা
পলাতক আসামি বান্দরবান থেকে গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
প্রতীকী ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পলাতক আসামি সুকান্তকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর থানার নীলাচল যৌথখামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুকান্ত আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকার প্রদীপ দত্তের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলিফ হত্যা মামলার আসামি সুকান্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন তিনি।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
