আগুনে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান
যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৩ পিএম
ছবি-যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার আমতলীতে আট ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।
পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, রাত সোয়া ১২টার দিকে জাকারিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারিদিক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগে জাকারিয়ার মুদি দোকান, জহিরুলের ফলের দোকান, পরিতোষের সেলুন, শ্রমিক ইউনিয়ন অফিস, শহীদুল ইসলামের বিরানি হাউস, মনা মুন্সির টিনের আড়ৎ, বাদল ও জাফরের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. গোলাম মোস্তাফা বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দেওয়া হবে।
