Logo
Logo
×

সারাদেশ

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পিএম

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মুরারিপুর নামক স্থানে বালুবাহী ড্রাম ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাজশাহীর দামকুড়া থানার আলীগঞ্জ গ্রামের রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও একই থানার কসবা গ্রামের মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের নাম জানা যায়নি। 

দামকুড়া থানার ওসি আলী আকবর জানান, ঘটনার সময় দুটি মোটরসাইকেলে চড়ে পাঁচজন হরিপুরের দিক থেকে নগরীতে আসছিলেন। মহাসড়কের মুরারিপুর নামক স্থানে বালুবাহী ড্রাম ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে একটি মোটরসাইকেলে থাকা জুলহাস ও রিমন ঘটনাস্থলেই নিহত হন। অপর মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। 

ওসি আরও জানান, জুলহাস ও রিমনের লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে এলাকাবাসী জানিয়েছেন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক বালুবাহী ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই এই এলাকায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

ট্রাক মোটরসাইকেল নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম