Logo
Logo
×

সারাদেশ

উলিপুরে এক শিক্ষার্থীকে ধর্ষণ

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম

উলিপুরে এক শিক্ষার্থীকে ধর্ষণ

কুড়িগ্রামের উলিপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। উপজেলার পশ্চিম কালুডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই ছাত্রীর সঙ্গে কথা হয়। ধর্ষকের শাস্তি দাবি করেছেন তিনি।  

অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার পুটিমারি কাজলডাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে বায়জিদ ইসলাম বিজু (২২) বোনের শ্বশুর বাড়ি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা এলাকায় থাকেন। তার বোনের প্রতিবেশী স্কুলছাত্রী (১৪) বিদ্যালয়ে যাওয়া-আসার সময় প্রায় দিন বিজু তাকে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসত। এ ঘটনায় অতিষ্ট হয়ে ওই ছাত্রী বিষয়টি তার মাকে জানায়। পরবর্তীতে শিক্ষার্থীর মা ঘটনাটি বিজুর বোনকে জানায়। এরপর থেকে বিজু আরও উচ্ছৃঙ্খল হয়ে উঠে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হলে আগে থেকে প্রস্তুত থাকা বিজু তাকে মুখ চেপে ধরে। সেখান থেকে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বিজু পালিয়ে যায়। 

পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদিকে ধর্ষণের ঘটনায় বায়জিদ ইসলাম বিজুকে প্রধান আসামি করে বুধবার (২৬ মার্চ) থানায় অভিযোগ করেন ওই শিক্ষার্থীর বাবা। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, ওই স্কুল ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সুস্থ আছে। ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ করার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

উলিপুর শিক্ষার্থী ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম