Logo
Logo
×

সারাদেশ

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: হাসান সরকার

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:২২ পিএম

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: হাসান সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল। গত ১৬ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি রাজনৈতিক দলের অফিস হিসেবে ব্যবহার হয়েছে।

শনিবার দুপুরে টঙ্গীর আল-হেলাল স্কুল মিলনায়তনে গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার বলেন, শিক্ষকতা হচ্ছে সমাজের সবচেয়ে সম্মানিত পেশা। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। কিন্তু শিক্ষকরা দুর্নীতি করলে মহান শিক্ষকতা পেশা কলঙ্কিত হয়।

তিনি বলেন, প্রাইভেট স্কুলগুলো কর্মসংস্থান ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও পেশার মর্যাদা রক্ষা করে শিক্ষকতা করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- মজিবুর রহমান, গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন ভূঁইয়া, গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন টঙ্গী পূর্ব থানার সভাপতি মো. আব্দুল মতিন ও সাইদুল ইসলাম জনি প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টঙ্গী পশ্চিম থানা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা আতিকুল ইসলাম, যুবদল নেতা শেখ মোহাম্মদ সুমন, শামীম বেপারী প্রমুখ।

গাজীপুর হাসান সরকার বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম