পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলায় পলাতক যুবলীগ নেতা খালেক গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৫, ০৩:৪৪ পিএম
গ্রেফতার খালেক মিয়া
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার পলাতক আসামি খালেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ মে) গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে তাকে গ্রেফতার করা হয়। এতদিন সে পলাতক ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার খালেক (৩০) পলাশবাড়ী থানার বুজরুক বিষ্ণুপুর গ্রামের মধু মিয়ার ছেলে। সে মহদীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারি এবং মামলার ৩ নম্বর আসামি।
পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলার পলাতক আসামি সইফ গ্রেফতার
ভিকটিমের পরিবারের অভিযোগ, খুনিদের মধ্যে অন্যতম এই খালেক। সে রুবেল মিয়াকে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। তাছাড়া সে যুবলীগের রাজনীতি করায় ঘটনার দিন পলাশবাড়ী থেকে চাপাতিসহ অন্যান্য অস্ত্র ও লোকজন নিয়ে এসে হামলা করে।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নওশাদুর রহমান খালেককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ মে মামলার আরেক পলাতক আসামি সইফ মিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করে র্যাব-৩ এর একটি অভিযানিক দল। সে মামলার ১০ নম্বর আসামি এবং একই গ্রামের দুদু মিয়ার ছেলে।
পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলার পলাতক আসামি রনি গ্রেফতার
তার আগে গত ১০ মার্চ আরেক পলাতক আসামি রনি মিয়া গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
উল্লেখ্য, গত বছরের গত ১৮ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশবাড়ীর বোর্ড বাজার এলাকায় আতিয়ার রহমান ও মধু মিয়াসহ তার লোকজন রুবেল মিয়াকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রেবা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আতিয়ার রহমানকে ১ নম্বর এবং মধু মিয়াকে ২ নম্বর আসামি করা হয়েছে।
