বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৭:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বরিশালে পৃথক আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে রোববার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে আলোচনা সভা, দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
এরপর সদর রোডের দলীয় কার্যালয়ে একই কর্মসূচি করেছে জেলা শ্রমিক দল।
এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি (উত্তর) আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহিন।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হক ফরাজির সভাপতিত্বে সভা সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেছেন। এর মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছে। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়। তার আদর্শে তরুণদের অনুপ্রাণিত হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
