Logo
Logo
×

সারাদেশ

বাসের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১২:৪১ পিএম

বাসের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

ছবি : যুগান্তর

টাঙ্গাইলের কালিহাতীর রাস্তার পাশ থেকে রানা ইসলাম (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৬ টার দিকে  সখিপুর-কালিহাতী সড়কের ধল্লাই এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা,  চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে রানার।

নিহত রানা পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গামের মোতালেবের ছেলে। স্ত্রী ও মাকে নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-যমুনা সেতু মহাসড়কে যানজট থাকায় কালিহাতী হয়ে পাবনা যাচ্ছিল বাসটি। রানা বাসে বমি করতেন। এর জন্য বাসের ছাদে উঠেন তিনি।

বাসটি পাবনা বাসস্ট্যান্ডে গেলে রানার মা ও স্ত্রী বাস থেকে নামেন। কিন্তু, তারা রানাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে রানার ব্যবহৃত মোবাইলে কল করলে জানতে পারেন তার লাশ কালিহাতীর রাস্তার পাশে পড়ে রয়েছে। 

কালিহাতী থানার ওসি জাকির হোসেন বলেন, রানা ঢাকা থেকে মা ও স্ত্রীকে নিয়ে ঈদ উদযাপন করতে বাড়িতে যাচ্ছিলেন। বাস থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম