Logo
Logo
×

সারাদেশ

মির্জাপুরে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১০:২১ পিএম

মির্জাপুরে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক শামসুল আলম আহত হয়েছেন। 

সোমবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর হলিদ্রাচালা গ্রামে এ ঘটনা ঘটে। 

এ হত্যার ঘটনায় অভিযুক্ত নিহতের চাচাতো ভাই এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম রফিকুল ইসলাম (৪৫)। সে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশীনগর হলিদ্রাচালা গ্রামের নায়েব আলীর ছেলে। 

গ্রেফতাররা হলেন- নিহতের চাচাতো ভাই একই গ্রামের কাবেল উদ্দিনের ছেলে আয়নাল মিয়া (৬০) এবং তার স্ত্রী সেলিনা বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মুক্তখবর পত্রিকার সাংবাদিক শামসুল আলমের ছোট ভাই রফিকুল ইসলাম বাড়ির পাশের জমিতে কিছু গাছের চারা লাগাতে যান। চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক বাধে। 

একপর্যায় তারা রফিকুলকে কিল-ঘুসি মারতে থাকলে রফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার আর্তচিৎকারে ভাই শামসুল আলম এগিয়ে গেলে তাকেও কিল-ঘুসি মারে চাচাতো ভাই আয়নাল। 

পরে রফিকুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। নিহতের চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা বেগমকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই সাংবাদিক শামসুল আলম বাদী হয়ে চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।

মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম